সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ইং, ১০ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে র্যাবের হাতে ৩৪৫ পিস ইয়াবা ও ভারতীয় মুদ্রাসহ আটক হয়েছে ১ মাদক ব্যবসায়ী।
র্যাব ১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গত বুধবার রাতে হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা, ভারতীয় ৪৯৫ রুপি ও ২০ হাজার ৩৬৭ টাকাসহ মাদক ব্যবসায়ী সোহাগকে আটক করা হয়। সোহাগ একই এলাকার মৃত ফারেজ আলীর ছেলে।
র্যাব জানায়, সোহাগ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। হাকিমপুর থানায় গতকাল বৃহস্পতিবার সকালে তাকে সোপর্দ করে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।