বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ইং, ৮ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ ।
ফৌজিয়া ইয়াসমিন
স্মৃতির ঘরে সোনার ছবি
ভাঙা মনের চিলে কোঠায়
হঠাৎ উদয় হও।
তুমি আমার নিচ্ছো সবই নাও।
ভালোবাসার শিল্প কথা
মেঘ বালিকা বুঝবে সেটা
ফুল ফোটা এক বনের পথে
কষ্ট কথা পাখা মেলে
বুঝতে কি তা চাও।
স্বার্থ পাবে স্বার্থ দেবে
প্রেম হয় না বলে-কয়ে।
তোমার একলা হওয়া জেনে
নিচ্ছে না মন মেনে
তুমি আমার নিচ্ছো সবই নাও
প্রথম দেখার মুখ স্মৃতিটা
আমায় দিয়ে যাও।