সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বেড়েছে শীতের তীব্রতা

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে ঈশ্বরদীর তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার (১৯ জানুয়ারি) ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। শনিবার (২০ জানুয়ারি) ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় এই এলাকার মানুষের জীবনযাত্রা কাহিল ও বিপর্যস্থ হয়ে পড়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, মৃদ্যু শৈত্যপ্রবাহের এই আবহ এই সপ্তাহ-জুড়েই চলমান থাকবে।

এদিকে উত্তরের হিমেল হাওয়া, কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসে ঈশ্বরদী ও আশেপাশের এলাকার জনজীবন কাহিল হয়ে পড়েছে। শ্রমিজীবী, নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল ও দিনমজুরদের খড়কুটো জড়ো করে আগুন ধরিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে। দিনের বেলাতেও ঘন কুয়াশার কারনে বাস, ট্রাক, অটোরিক্সা, মোটর সাইকেলসহ সব ধরনের যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ