ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার নতুন বাড়ির বরাদ্দ পেলেন দুই আদিবাসী

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :পাবনার ঈশ্বরদীতে দুই আদিবাসী পল্লির বাসিন্দা ঘর-বাড়িহীন দু’জনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে নতুন বাড়ির বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পাওয়া এরা দু’জন হলেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মাড়মি আদিবাসী পল্লির বাসিন্দা পাহাড়িয়া সম্প্রদায়ের গুলোরিয়া বিশ্বাস এবং উপজেলার সাঁড়া ইউনিয়নের ৫নং সাঁড়া ঘাট এলাকার বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মালো সম্প্রদায়ের বিপদ কুমার হলদার। বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাদের বাড়ির বরাদ্দপত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন।

ঈশ্বরদীত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বাসিন্দাদের মধ্যে খোঁজ খবর নিয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

এতে সাঁড়া ইউনিয়নের ৫নং সাঁড়া ঘাট এলাকার মৃত বাদু হলদারের ছেলে বিপদ কুমার হলদার এবং দাশুড়িয়া ইউনিয়নের মাড়মি আদিবাসী পল্লির ফিলিপ বিশ্বাসসের স্ত্রী গুলোরিয়া বিশ্বাসসের নিজস্ব কোন বাড়ি-ঘর না থাকায় তাদের জন্য বাড়ি বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জানানো হয়।

বরাদ্দপত্র এলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এই দুইজনকে নতুন বাড়ির বরাদ্দ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, ইতোমধ্যে উল্লেখিত দুই আদিবাসীদের নতুন বাড়ি নির্মানের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। নির্মাণ শেষ হলে তাদের হাতে নতুন বাড়ি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ