চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ডাকা হরতাল পালিত না হলেও আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ডাকা হরতাল পালিত না হলেও আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহরে সকালে অন্যন্য দিনের মতো ব্যাবসায়ীরা দোকান খুলে মালামাল ক্রয় ও বিক্রয় করেছেন। তবে শহরের নিউমার্কেট, ক্লাব মার্কেট ও সেন্টু মার্কেট বন্দ ছিল।

বাকী শহরের পুরাতন তোহা বাজার,নিমতলা বাজার,বড় ইন্দিরা মোড়,মন্ডল মার্কেট, শাহনেয়ামতুল্লাহ মার্কেট, শান্তিমোড় সোনারমোড় এলাকা,হুজরাপুর এলাকা খোলাছিল। সোনামসজিদ,রহনপুর,নাচোল ভোলাহাট থেকে মিশুক, অটো করে জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জ এসে কাজ করে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরসহ ৪ উপজেলায় বিএনপির কোন পিকেটার নেমে পিকেটিংও মিছিল করেননি।

তবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সাধারণ জনসাধারণের জানমাল রক্ষায় প্রস্তুত ছিল। কোন আটকের ঘটনা ঘটেনি। অটোরিকশা চালক শরিফুল ইসলাম জানান যারা হরতাল আহবান করেছে,তারা আমাদের পাঁচশত করে টাকা দিক,আমরা হরতাল পালন করবো।

চাঁপাইনবাবগন্জ পুলিশ সুপার জানান সাধারণ মানুষের জানমান রক্ষায় পুলিশ বাহিনীর সকল সদস্য প্রস্তত রয়েছে। অন্যদিকে জেলা বিএনপির কোন দায়িত্বশীল নেতাকে ফোনে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের মুজিব চত্বরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়া ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ। এদিকে শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে ডাকবাংলো চত্বরে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তা,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও জেলা সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। অন্যদিকে ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল উপজেলায় শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এম পি গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন মন্ডল ,ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার মুকুল ও ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝাল্লু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।