চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্ঝীবন সশ্রম কারাদন্ড

আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের একটি মামলায় মো.রাজু (২০) নামে একজনকে যাজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার(১৪ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাজু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রসুলপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২১ জানুয়ারি র‌্যাবের অভিযানে শিবগঞ্জের বালিয়াদিঘী গ্রাম থেকে ১৯৫ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার হয় রাজু। এ ঘটনায় ওইদিন মামলা দায়ের করেন র‌্যাব-এর উপ-পরিদর্শক হাফিজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম ২০২১ সালের ১৯ মার্চ রাজুকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।