ভেজাল বিরোধী অভিযানে ডাল মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ১২.৩০ হতে ১টা পর্যন্ত জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া (বানেশ্বর বাজার) এর অর্ন্তগত পারভেজ এন্টার প্রাইজ ডাউল মিলের ভিতর যৌথ অভিযান পরিচালনা করে ভেজাল (রংযুক্ত) মুগ ডাল-১৯ হাজার ৭০০ কেজি, রং-০৩ কেজি সহ ডাল মিলের মালিক বাবর আলী (৬০)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি চারঘাট থানার মাড়িয়া গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

ভেজাল বিরোধী বিজ্ঞপ্তিতে জানান হয়, ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ মোতাবেক ২ লাখ টাকা টাকা জরিমানা করা হয়েচে। উল্লেখ্য, জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় এবং উদ্ধারকৃত দ্রব্যাদি উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও জনসাধরণের সম্মুখে ধ্বংস করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের অভিযুক্তকে ভেজাল (রংযুক্ত) মুগ ডাল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে, সে অধিক মুনাফার জন্য এই কাজ করে আসছে বলে স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ