মহাদেবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে বোরো উফশী ও হাইব্রীড আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ। এবার বোরো মৌসুমে ৭ হাজার ৭০০ কৃষককে উফশী জাতের ধান বীজ, সার ও ৫ হাজার ৩০০ জন কৃষককে হাইব্রিড জাতের বীজ বিনামূল্যে প্রদান করা হবে বলে জানা গেছে।