রাবি সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধনের পরে বিশাল আনন্দ র‌্যালি ও নাচে গানে পুরো ক্যাম্পাস ঘুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শেষ হয়।

সেখানে সমাজকর্ম দুইদিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রবিউল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এক্রাম উল্ল্যাহ, সমাজকর্ম বিভাগের সভাপতি কবির উদ্দিন হায়দার ও মোজাম্মেল হক, সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ৫ জন প্রাক্তন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের ১ হাজার জন অ্যালামনাস, বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ