রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী-শ্রমিকদের কাজ দিতে চায় হাঙ্গেরি

আপডেট: মার্চ ১২, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :রাশিয়ার সহায়তায় নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে হাঙ্গেরি। ওই প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন প্রকৌশলী ও শ্রমিকদের কাজ দিতে চায় ইউরোপের এই দেশটি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অনুরোধ করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো।

এ বিষয়ে এক কূটনীতিক বলেন, ‘বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কাজ করেছেন, এমন দক্ষ প্রকৌশলী ও শ্রমিক নিতে আগ্রহী হাঙ্গেরি। দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।’
এ বিষয়ে বাংলোদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘রূপপুর প্রকল্প শেষ হওয়ার পর এখান থেকে দক্ষ লোকদের বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।’

উল্লেখ্য, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হচ্ছে। ওই প্রকল্পে কয়েক হাজার বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিক নিয়োজিত রয়েছেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরিতে বিশেষায়িত জ্ঞান প্রয়োজন হয় এবং সেখানে নিয়োজিত প্রকৌশলী ও শ্রমিকরা বিশেষভাবে দক্ষ হন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ