শহিদ দিবস উপলক্ষে রাজশাহী অ্যাসোসিয়েশনের আলোচনা সভা

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :নগরীতে মহান ভাষা শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী অ্যাসোসিয়েশনের আয়োজনে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্গন ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

রাজশাহী অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সরকার (আসলাম সরকার) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী কামাল, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. নওশের আলী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী।
রাজশাহী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ও আহ্বায়ক, ২১ উদযাপন কমিটি ‘২৪ বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখার্জী। আলোচনা করেন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ