সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক প্রতিবন্ধী নারীর পরিচয় জানতে চায় আরএমপি

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৪২ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। নিহত এই মানসিক প্রতিবন্ধীর পরিচয় জানতে চায় আরএমপি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে গ্যাস পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ওই নারীর লাশ উদ্ধার করে মতিহার থানা পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, প্রায় ১০-১২ দিন যাবত খড়খড়ি এলাকায় এই মানসিক প্রতিবন্ধী নারী এসে অবস্থান করছিলেন। স্থানীয়রা তার নাম ঠিকানা জানতে চাইলে সে কোনো কথা বলেনি। ওই নারী রাতে প্রায় মহাসড়কে হাঁটাহাঁটি করতেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৬ টায় লাশটি মতিহার থানার খড়খড়ি বাইপাস সড়কে পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে বিষয় জানান।

‘৯৯৯’-এর ফোন পেয়ে মতিহার থানা পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করে। নারীর মাথা ও পা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে আসা কোনো ট্রাকের ধাক্কার ফলে নারীর মৃত্যু হয়েছে। এ সম্পর্কে মতিহার থানায় সড়ক পরিবহণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। যদি কোনো ব্যক্তি ওই মানসিক প্রতিবন্ধী নারীর পরিচয় অথবা সন্ধান জেনে থাকেন, তাহলে নিম্নোক্ত ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। অফিসার ইনচার্জ মতিহার থানার মোবা: ০১৩২০-০৬১৬২৩ ও আরএমপি কন্ট্রোল রুম, মোবা: ০১৩২০-০৬৩৯৯৮।