¬রহনপুর মুক্ত দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ১২:০৮ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরমুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে এ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রহনপুর কলোনী মোড় থেকে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর বাজারের বেগম কাচারী সামনে এসে শেষ হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল। সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর, ডেপুটি কমান্ডার ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা আকতার আলী খান (কচি) ও অ্যাড. আবদুস সামাদ প্রমুখ। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ