অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে

আপডেট: নভেম্বর ১৩, ২০১৬, ১১:২৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক
অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। যা গত সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
গত বৃহস্পতিবার শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ এ তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন,সরকারের নানামুখী পদক্ষেপের কারণে মূল্যস্ফীতিপুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার নীচে থাকবে মূল্যস্ফীতি।তবে গত মাসে কিছু খাদ্য পণ্যের দাম সামান্য বাড়ায় মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বলতে আগের বছরের নির্দিষ্ট কোন মাসের ভোক্তা মূল্য সূচকের তুলনায় পরের বছর একই মাসে ওই সূচক যতটুকু বাড়ে তার শতকরা হারকে বুঝায়।অন্যদিকে ১২ মাসের পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির গড় করে বার্ষিক মূল্যস্ফীতির হিসাব করা হয়। খাদ্য এবং খাদ্য বহির্ভূত বিভিন্ন পণ্য ও সেবার মূল্য নিয়ে বিবিএস মূল্যস্ফীতির পরিসংখ্যান তৈরি করে। জাতীয় মূল্যস্ফীতির পাশাপাশি গ্রাম এবং শহরের মূল্যস্ফীতির আলাদা হিসাব করা হয়ে থাকে।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে,খাদ্যপণ্যে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার বেশি। চাল, তেল, চিনি, শাক-সবজি, লবন, দুধ, দুধজাতীয় ও অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্য বাড়ার হার বেশি। এজন্য গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ১০ শতাংশ।
সংস্থাটি বলছে, প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া,আসবাবপত্র,গৃহস্থালি পণ্য,আসবাবপত্র, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং সেবা খাতের মূল্য বেড়েছে। খাদ্যবহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৯ শতাংশ,যা এখন ৫ দশমিক ৫৮ শতাংশ।
গ্রাম ও শহরে মূল্যস্ফীতির আলাদা হিসাবও দিয়েছে বিবিএস। এতে বলা হয়েছে,অক্টোবরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ,আগের মাস সেপ্টেম্বরে তা ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। গত মাসে শহরাঞ্চলের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৮৭শতাংশ।এর আগের মাসে তা ছিল ৭ দশমিক ২১ শতাংশ।
বাজেটে চলতি ২০১৬-১৭ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ শতাংশ। বিবিএস বলছে,দেশের গড় মূল্যস্ফীতি দ্রুত কমে আসছে। গত এক বছরে (নভেম্বর ২০১৫ থেকে অক্টোবরে ২০১৬ পর্যন্ত) গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৬৬ শতাংশ।গত বছরের একই সময়ে যা ছিল ৬ দশমিক ২১ শতাংশ।
মজুরি সূচকও প্রকাশ করেছে বিবিএস। সংস্থাটির হিসাবে অক্টোবরে মাসে মাসওয়ারী জাতীয় পর্যায়ে সাধারণ মজুরির বৃদ্ধির হার ৬ দশমিক ১৬ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৬ দশমিক শুণ্য ৯ শতাংশ।
উলে¬খ্য, ২০১৩ সালের জুলাই থেকে নতুন ভিত্তিবছর ধরে ( ২০০৫-০৬) ভোক্তা মূল্য্য সূচক (সিপিআই) হিসাব করছে বিবিএস। এর আগে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে হিসাব করা হতো।-বাসস