অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন ড. বাবু

আপডেট: জুলাই ১৩, ২০২৪, ৩:০২ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


যুক্তরাজ্যে অবস্থিত বিশ^বিখ্যাত অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পৃথক দুটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কুদরাত-ই-খুদা বাবু।

আমন্ত্রিত ও নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি ইতোমধ্যে ২২ জুন অক্সফোর্ড ইনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘The Collective of Women in Legal Philosophy’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন, যেখানে বিশে^র বিভিন্ন দেশ থেকে ৩০ জন নির্বাচিত ও আমন্ত্রিত প্রতিনিধি অংশ নেন।

তাছাড়া আগামি ৮-১২ সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় Leadership Management & Conflict Resolution’ ’ শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য তিনি ফান্ডপ্রাপ্ত হয়ে আমন্ত্রিত ও নির্বাচিত হয়েছেন, যেখানে বিভন্ন দেশ থেকে ৪৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ড. বাবু বিশ^বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কলাম লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী।

তিনি থাইল্যান্ড, মালোয়েশিয়া, ভারতও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো এবং ভিজিটিং প্রফেসর। অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটির জার্নালসহ বিভিন্ন  এবং Scopus Ges Web of Science-indexed জার্নালে ড. বাবুর ইতোমধ্যে অর্ধশতাধিক রিসার্চ আর্টিকেল, বুক চ্যাপ্টার ও বুক রিভিউ প্রকাশিত হয়েছে।

তিনি জার্মানির Friedrich Naumann Foundation for Freedom-এর একজন প্রাক্তন ফেলো এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাডি অব গ্লোবাল হিউম্যান মুভমেন্টের একজন প্রাক্তন সহযোগী সদস্য। তিনি কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রকাশিত ৯টি জার্নালের (Scopus-indexed জার্নালসহ) সম্পাদকীয় বোর্ডের সদস্য ও রিভিউয়ার।

ইতোমধ্যে তিনি জার্মানি, ফিলিপাইন, তাইওয়ান, নেপাল, সিঙ্গাপুর, ভারত, মালোয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ড. বাবু রাজশাহী জেলার বাঘা উপজেলার ছাতারী গ্রামের ঈসমাইল পণ্ডিতের নাতি। তিনি সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশী।