‘অগ্নি’ নায়িকা নিয়ে লুকোচুরি

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১২:০০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



প্রথমে সিনেমার নাম ঘোষণা হয়। এরপর আসে সম্ভাব্য নায়ক-নায়িকার নাম। জল্পনা-কল্পনা শুরু হয়Í কে থাকছেন, কে বাদ পড়ছেন! কখনো কখনো চলতে থাকে লুকোচুরি। এমন লুকোচুরি শুরু হয়েছে ‘অগ্নি ৩’ নিয়ে।
কখনো শোনা যাচ্ছে প্রথম দুই কিস্তির নায়িকা মাহিই থাকছেন তৃতীয় পর্বে। আবার শোনা যাচ্ছে মাহিকে হটিয়ে কলকাতার শুভশ্রী গাঙ্গুলী দখল করছেন অ্যাকশন লেডির আসন!
সম্প্রতি কলকাতার একটি সংবাদমাধ্যম জানায়, ‘অগ্নি ৩’ এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন টলিউডের নায়িকা শুভশ্রী। এর আগে দেশী সংবাদমাধ্যমগুলো জানায়, মাহিই ফিরছেন জাজের সিনেমাটিতে।
এই বিষয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হলে খবরটিকে মিথ্যে বলেই উড়িয়ে দেন।
আজিজ সোমবার বিকেলে পরিবর্তন ডটকমকে বলেন, ‘এ ব্যাপারে শুভশ্রীর সঙ্গে আমাদের কোনো কথায় হয়নি। প্রকাশিত খবরটি বানোয়াট। তবে এটুকু বলতে পারি ছবিটির নায়ক ও নায়িকা ঘিরে চমক থাকছে। কিছুদিনের মধ্যে সবাই তা জানতে পারবেন।’
জানা গেছে, ২০১৭ সালের প্রথমদিকে শুরু হবে ‘অগ্নি ৩’ এর শুটিং। সিনেমাটির গল্প লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ভট্টাচার্য। শুটিং হবে থাইল্যান্ডে। পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। নৃত্য পরিচালনাও করবেন তিনি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘অগ্নি ৩’ প্রযোজনা করবে ভারতের এসকে মুভিজ। অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবেন থাইল্যান্ডের জাইকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ