রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অটিজম ও এনডিডি বিষয়ক মুক্ত আলোচনা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভলপমেন্টাল ডিজএ্যাবিলিটির RNAAND প্রকল্পের আওতায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির আয়োজন করে রাজশাহী জেলা শিক্ষা অফিস।
সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দীন। ধন্যবাদ জ্ঞাপন করেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.সাইফুল হক। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে অটিজম ও এনডিডি বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন অধ্যাপক আশরাফুল আলম, অধ্যাপক জুয়েল রায়। সেমিনারে অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়ের ষষ্ট থেকে দশম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।