অতি বৃষ্টিতে গোমস্তাপুরে জনজীবনে দুর্ভোগ

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৩ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত তিন দিনের টানা বৃষ্টিতে উপজেলা সদর রহনপুরসহ বিভিন্ন ইউনিয়নের নি¤্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া বহু কাচা ঘরবাড়ি ধসে পড়েছে।
নি¤্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় রোপা আমন ও আউশ ধান গাছসহ বিভিন্ন শাকসবজি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন পুকুর, খাল-বিলের পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত তিন দিনে উপজেলায় ২শ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ধান ও সবজি খেতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও আগামী ২-১ দিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে তিনি জানান। এদিকে রহনপুর খাড়ির পানি বৃদ্ধি পাওয়ায় ঘোড়াদহ, আসানপুর তেতুলতলা, ভাগোলপুর ও ষাড়বুরজের নি¤্নাঞ্চলে ছিলিমদহ এলাকা ঢলের পানিতে ডুবে যায়। তবে শনিবার দুপুর থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় ও রহনপুর খাঁড়ির উপর নির্মিত স্লুইচগেটের পাল্লাগুলো খুলে দেয়ায় জলাবদ্ধতা কমে আসে। এছাড়া পুনর্ভবা ও মহানন্দা নদীর তীরবর্তী এলাকাগুেেলাতে পানি বৃদ্ধি পেয়েছে।