অধরার নতুন ছবি মনের শহর

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ১২:০০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



চিত্রনায়িকা অধরা খানের হাতে আছে দুটি ছবি। একটি ‘পাগলের মতো ভালোবাসি’ এবং অন্যটি ‘রাগী’। এরমধ্যে হালের আলোচিত এই অভিনেত্রী জানালেন তিনি আরো একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
অধরার এই নতুন ছবির নাম ‘মনের শহর’। এটি পরিচালনা করবেন সাজ্জাদ খান। জাগো নিউজকে অধরা জানান, ‘কিছুদিন আগেই এই ছবিতে সাইন করেছি। আগামী মার্চের ১২ তারিখ থেকে টানা এই ছবির শুটিং শুরু হবে।’ ছবিতে অধরার নায়ক ইমরান। তিনি থিয়েটার নাটকের সঙ্গে যুক্ত। অধরা বলেন, ‘ছবির গল্পে দুটি জুটি দেখা যাবে। গল্পটা চতুর্ভুজ প্রেমেরও বলা যেতে পারে। ছবিটি ভালো কিছু বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।’
এদিকে শেষের পথে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির কাজ। পরিচালক ছবিটিকে চলতি বছরের মাঝামাঝিতেই মুক্তি দিতে চান। এখানে অধরা খানের বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূর ও সুমিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ