অধ্যাপক গোলাম কবির আর নেই

আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


বিশিষ্ট লেখক-কলামিস্ট ও গুণিশিক্ষক অধ্যাপক গোলাম কবির ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে নাতি-নাতনিসহ অনেক গুনগ্রাহি রেখে গেছেন।
অধ্যাপক গোলাম কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে গোলাম সাকলায়েন রুমি। তিনি জানান, বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনের মসজিদ আবরারে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি পোল্লাডাঙ্গায়। সেখানে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি খ্যাত ছিলেন। তাঁর পুরো নাম গোলাম কবির মুহম্মদ নূরুল হুদা। তিনি ১৯৪১ সালের ১ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের পোল্লাডাঙ্গা মহল্লায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৭০ সালে নোয়াখালী সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রাজশাহী সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজে সুনামের সাথে দীর্ঘদিন শিকক্ষতা করেন। লালমনিরহাট সরকারি কলেজের উপাধ্যক্ষ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে তিনি ১৯৯৯ সালে অবসরগ্রহণ করেন।

শুধু শিক্ষকতা নয়, লেখক ও কলামিস্ট হিসেবেও তাঁর সুনাম রয়েছে। দৈনিক কালের কন্ঠ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক সোনার দেশসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। লেখক হিসেবে ইতোমধ্যে তিনি দেশব্যাপি পরিচিতি লাভ করেছেন। দেশের বিখ্যাত সাহিত্য পত্রিকা- ‘কালি ও কলমে’ তাঁর বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে বাংলা কথাসাহিত্যে নজরুল, কালিদাস ও ইমরুল কায়েস, রবীন্দ্রনাথ ও অন্যান্য; রবীন্দ্র অনুভব, বিচিত্রকথা, আমার যে দিন গেছে ভেসে, শিক্ষা ও অন্যান্য প্রসঙ্গ উল্লেখযোগ্য।

গুণিশিক্ষক এবং লেখক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সংবর্ধিত হয়েছেন। রাজশাহী এসোসিয়েশন, রাজশাহী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী জেলা শিক্ষক সমিতি, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জের জ্যোতি পদক, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি থেকে তিনি গুণিজন হিসেবে সম্মাননাপ্রাপ্ত হয়েছেন।

অধ্যাপক গোলাম কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। শোক বিবৃতিতে তারা বলেন, রাজশাহী অঞ্চলকে নিজের স্বীয় গুণাবলী দিয়ে আরও সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জবাসী একজন অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষকে হারালো। অধ্যাপক গোলম কবিরের মৃত্যুতে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, দীর্ঘদিনের সাংস্কৃতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version