অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট, অতিথির তালিকায় বলিউড থেকে রয়েছেন কারা?

আপডেট: জুলাই ১২, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নানা রঙের ফুল। ঝলমলে আলো। ইতিমধ্যেই সেজে উঠেছে অনন্ত-রাধিকার ছাদনাতলায়। প্রায় এক বছর ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের পরে শুক্রবার অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি। সঙ্গীত, হলদি অনুষ্ঠানের পর এদিন জমজমাট অনুষ্ঠানে রাধিকা মার্চেন্টের গলায় মালা দেবেন অনন্ত।

অনন্ত-রাধিকার এলাহি প্রাক বিয়ের অনুষ্ঠানে জামনগরে হাজির হয়েছিল গোটা বলিউড। এমনকী, অনন্ত-রাধিকার সঙ্গীত, হলদি ও শিবপুজোতেও অংশ নিয়েছেন বলিউড সেলিব্রিটিরা। আর এবার পালা বিয়ের। অনন্ত-রাধিকার অতিথি তালিকায় তাই বলিউড সেলিব্রিটিদের ভিড়। তা কে কে আসছেন দেশের সবচেয়ে চর্চিত বিয়েতে?

অনন্ত-রাধিকার বিয়ের অতিথি তালিকা বেশ লম্বা। রয়েছেন, শাহরুখ খান সলমন খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুর,হানি সিং, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন