অনলাইনের কারণে স্কুলে ফলাফল নিতে আগ্রহ কম শিক্ষার্থীদের

আপডেট: মে ১২, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


অনলাইন মাধ্যমে ফলাফল প্রকাশ হওয়ায় স্কুলে এসে এসএসসির ফলাফল নিতে আগ্রহ নেই পরীক্ষার্থীদের মধ্যে। ফলাফল প্রকাশের পরে পরীক্ষার্থীদের আনন্দে মেতে উঠার দৃশ্য চোখে পড়ে না। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, অনলাইন মাধ্যমে ফলাফল শিক্ষার্থীরা পাওয়ার কারণে পরীক্ষার্থীরা আসতে চাই না স্কুলে।

রোববার (১২ মে) দুপুরে এসএসসি ফলাফল প্রকাশের পরে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় (হেলেনাবাদ), রাজশাহী কলেজিয়েট স্কুল, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিক্ষকরা ক্লাসের পড়া-শোনা ক্লাসে করিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুর্বল শিক্ষার্থীদের একটু আলাদাভাবে কেয়ার নেয়। সবমিলে তাদের ভালো প্রিপারেশন ছিল এসএসসি পরীক্ষা ঘিরে। তাই কঙ্খিত ফলাফল করতে পেরেছেন তারা। এখন অনলাইনে আগেই ফলাফল পাওয়া যায়। তাই আর স্কুলে যাওয়ার আগ্রহ কম সবার মধ্যে।

জানা গেছে, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৭১ জন। এই বিদ্যালয়ের ফলাফল শতভাগ পাস। ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ পরীক্ষার্থী। ‘এ’ পেয়েছে ১৫ জন পরীক্ষার্থী।

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূর জাহান বেগম বলেন, বরাবরের মত এবছরও এসএসসিতে পাসের হার শতভাগ। ছেলেরা ভালো ফলাফল করেছে। গত বছরের চেয়ে এবছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। এবছর স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৯ পরীক্ষার্থী। ‘এ’ পেয়েছে ১৩ জন পরীক্ষার্থী। এছাড়া সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদা খাতুন বলেন, তার স্কুলে এবছর এসএসসি সর্বোচ্চ নম্বর পেয়েছে ১২৭৭। এবছর পাসের হার শতভাগ। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২১৯ জন ছাত্রী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন এবং ‘এ’ পেয়েছে ১৮ জন ছাত্রী।

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক বলেন, এবছর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৪১জন শিক্ষাথী। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৫৪জন, মানবিক বিভাগ থেকে ৫৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩১ জন শিক্ষাথী পরীক্ষায় অংশ নেয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ পাসকৃত শিক্ষাথীর মধ্যে ৭২ জন জিপিএ-৫ পেয়ছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ না পেলেও পাসের হার ৯৬ শতাংশ।

রাকিবুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, আগে স্কুলে এসে ফলাফল জানতে হতো। কিন্তু এখন অনলাইনে ফলাফল পাওয়া যাচ্ছে। এই কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে চাই না। আগের থেকে ছেলে-মেয়েরা ফলাফল ভালো করলেও বিভিন্ন কারণে উৎসবে ভাটা পড়েছে।

প্রসঙ্গত, এ বছর (২০২৪) রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ।