মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
পাকিস্তানের তরুণীর সঙ্গে অনলাইনেই ‘নিকাহ’ সারলেন ভারতীয় এক যুবক। তবে পরিবারের অমতে নয়। দুই পরিবারের সকল সদস্যের উপস্থিতিতেই পাকিস্তানের তরুণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতার ছেলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জুনপুরে। তাহসীন শাহিদ নামের এক বিজেপি নেতা অনলাইনে ছেলের নিকাহর আয়োজন করেন। মহম্মদ আব্বাস হাইদরের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল পাকিস্তানের লাহোরের আদলীপ জাহিরার। পরিকল্পনা ছিল, ভারতেই সকলের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতিতে সময়মতো ভিসা পাননি জাহিরা।
তাহসীন জানিয়েছেন, সম্প্রতি জাহিরার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এই পরিস্থিতিতেই দ্রুত নিকাহ-র ব্যবস্থা করা হয়। ভিসা না পাওয়ায় অনলাইনেই নিকাহ সারেন দুজনে। শুক্রবার রাতে ইমামবাড়ায় বাড়ির সদস্যদের নিয়ে হাজির হন আব্বাস। লাহোরেও আত্মীয়দের পাশে নিয়ে অনলাইনে হাজির হন জাহিরা।
স্থানীয় সূত্রে খবর, আব্বাস ও জাহিরার অনলাইন নিকাহ-তে স্থানীয় বহু বিজেপি নেতাও হাজির ছিলেন। আব্বাস আশাবাদী, দ্রুত ভিসা পেয়ে ভারতে আসবেন জাহিরা। ভিসা পেতে আর বাড়তি কসরত করতে হবে না তাঁকে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন