অনির্দিষ্টকাল বন্ধ আইফেল টাওয়ার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক : কর্মী ধর্মঘটের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার সোমবার (১৯ ফেব্রুয়ারি) বন্ধ করে দেয়া হয়েছে। টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইটে বলেছে, সোমবার স্মৃতিস্তম্ভের পরিদর্শন ব্যাহত হবে।

দর্শনার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বা সফর স্থগিত করার পরামর্শ দিয়েছে তারা। পাশাপাশি ই-টিকিটধারীদের আরো তথ্যের জন্য তাদের ই-মেল চেক করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত দু’মাসে এই একই কারণে দুবার বন্ধ হল আইফেল টাওয়ার।

এটা ঘটনা, প্যারিসের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ার দেখতে বছরে প্রায় ৭০ লাখ দর্শক আসেন। যার প্রায় তিন-চতুর্থাংশ বিদেশি। এদিকে ২০২৪ অলিম্পিক প্যারিসে হবে। তাই আইফেল টাওয়ারে দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই অবস্থায় কর্মী ধর্মঘটের জেরে অনির্দিষ্টকাল বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ