বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
পাবনায় অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের ফাইনালে উঠেছে রাজশাহী জেলা দল। আগামীকাল শনিবার ফাইনালে তারা সিরাজগঞ্জ জেলা দলের বিরুদ্ধে মোকাবিলা করবে।
গতকাল পাবনা স্টেডিয়ামে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলায় রাজশাহী জেলা দল ১ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাবনা জেলা দলকে। প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে পাবনা জেলা দল ৪৪ দশমিক ৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪১ রান করে। দলের রাইসুল সর্বোচ্চ ৬০ রান করেন। রাজশাহী দলের বোলার সনি ৮ ওভারে ৯ রানে ২ মেডেন নিয়ে ৩টি উইকেট লাভ করেন। এছাড়া রেদওয়ান ৬ ওভারে ২৯ রানে ২টি উইকেট পায়। জবাবে ১৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে। দলের মাহিন অপরাজিত৪৪, সাজিদ ৩৩ ও ফাহিম ২৩ রান করেছেন। পাবনা জেলা দলের বোলার শিমুল ২৬ রানে ৩টি উইকেট লাভ করেন।