অনূর্ধ্ব ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আজ

আপডেট: মার্চ ১৩, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চলমান খেলায় গতকাল বগুড়া জেলা ৪-২ গোলে পাবনা জেলাকে পরাজিত করে। বিজীয় দলের আলামিন ২, তানভির ও রবিউল ১টি করে গোল করে। বিজিত দলের মাহবুবুল ও ফজলুর ১টি করে গোল করে। দিনের অন্য খেলায় জয়পুরহাট জেলা জিহানের হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়েছে। বিজীয় দলের জিহান ৩টি ও সজিব ১টি গোল করে। এদিকে গ্রুপ এ’র স্বাগতিক রাজশাহী তিন খেলায় মধ্যে দুই খেলায় জয়লাভ করায় সেমিতে উঠেছে। আজকের খেলায় নাটোর-কুষ্টিয়া ও নওগাঁ-স্বাগতিক রাজশাহী অংশ নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ