বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমেই ব্যাটিং করে পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। কঠিন সেই লক্ষে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ১০০ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। আয়মান ফাতিমা ও সামিয়া আফসারের ওপেনিং জুটি বাদে আর কেউ লড়াই করতে পারেননি। দু’জনের ৫১ রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফাতিমা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া সামিয়ার ব্যাট থেকে আসে ২৫ রান। মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১০০ রান করেছে।
বাংলাদেশের বোলারদের মধ্যে আফিয়া সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়া রাবেয়া ও ফারিয়া নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। যদিও শুরুটা আহামরি ছিল না। দ্রুত ফিরে যান ওপেনার ইভা (৬)। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।
তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। তিন চারে ৩০ বলে ৩১ রান করেছেন তিনি। ঝড়ো গতিতে ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২ রান। এ ছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।
পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রানের বিনিময়ে সর্বোচ্চ দুই উইকেট নেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মাহাম আনিস।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন