অপরিবর্তিত সর্বনিম্ন, কমেছে সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট: জানুয়ারি ৯, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহীতে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ২১ ডিগ্রিতে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজশাহী আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করেছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ৮৪ শতাংশ।

অপরদিকে, বুধবার (৮ জানুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।