বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ ।
সিরাজুম মুনির জয়:
ডাহুক ডাকা লালিমা আঁকা সোনালি প্রত্যুষে,
নির্মল পবন খেলে যায় সোনালি ধারে শীষে।
মহুয়া ফুলের মাতাল সুরভী মেশে এক নিমিষে,
বড় অপরূপ বাংলাদেশে।
রৌদ্র কিরণ ফোটায় হাসি পদ্ম-শাপলা ফুলে,
পেঁজা পেঁজা মেঘ ছায়ামেলে ধরে ধূ ধূ বালুচরে কাশফুলে।
আধো আলো আধো ছায়ায় সাঁঝ বেলায়,
নীড়ে ফেরে পাখি তরু বিথীকায়।
কূজন, কলতান স্তব্ধতা ভাঙায়-
তিমির আঁধারে আলো ছড়ায় জোনাক উড়ে এসে,
সবুজ সজীব ব¦াংলাদেশে।