বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ধামইরহাটে কিশোরীকে অপহরণ করে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (১০ জানুয়ারি) ঢাকা জেলার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
গ্রেফতার যুবকের নাম ইমাম হোসাইন (২০)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার দুলাল রব্বানীর ছেলে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) র্যাব-৫ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর এক কিশোরী (১৩) সকাল সাতটার সময় প্রাইভেট পড়তে গেলে তাকে অপহরণ করা হয়। পরে অপহৃত কিশোরীর বাবা ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় প্রধান আসামী করা হয় ইমাম হোসাইনকে। এছাড়াও আরও চারজনকে অজ্ঞাত করা হয়।
র্যাব-৫ এই ঘটনায় ছায়া তদন্ত করে অভিযুক্ত ইমাম হোসাইনকে সাভার থেকে গ্রেফতার করে। অপহৃত কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসা হয়। গ্রেফতার ইমাম হোসাইনকে ধামইরহাট থানায় দেওয়া হয়।