রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পুঠিয়ায় যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আব্দুল ওয়াদুদ ওরফে জোবায়ের (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে বুধবার সকালে জেলার পুঠিয়া থানাধীন বড় রাঙ্গামাটি নামক এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আসামী সিরাজগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে আসামীর গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয়। এরইপ্রেক্ষিতে পুঠিয়া থানাধীন বড় রাঙ্গামাটি গ্রামস্থ আসামীর ২য় স্ত্রীর বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামী সিরাজগঞ্জ সদর থানাধীন নিজ এলাকায় একটি ১০ বছরের ছোট বাচ্চাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে। নারী ও শিু নির্যাতন দমন আইনে বিচার শেষে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। আসামীকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।