শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
পহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলা। ২২ এপ্রিল, নিরপরাধ পর্যটকদের রক্তের দাগ লেগেছিল উপত্যকার গায়ে। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, রেয়াত নয় কাউকেই। প্রত্যাঘাতে, গভীর রাতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ভারত। এক নয়, এক যোগে ন’ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় অপারেশন সিঁদুর-এ। ‘অপারেশন সিঁদুর’ এখন ভারতীয়দের কাছে কোনও শব্দ বন্ধ নয়, আবেগ।
ভারতের প্রতঘাত অপারেশনে অনুপ্রাণিত। দেশের এক হাসপাতালে দু’ দিনে জন্ম নেওয়া ১৭ জন সদ্যোজাত কন্যার নাম রাখা হল ‘সিঁদুর’। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। ওই সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার উত্তরপ্রদেশের কুশিনগর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, দু’ দিন, ১০ এবং ১১ মে ওই হাসপাতালে জন্ম নেওয়া ১৭ সদ্যোজাত কন্যার পরিবার তাদের নাম রেখেছে ‘সিঁদুর।‘
অর্চনা শাহি, কুশিনগর হাসপাতালে জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। নাম দিয়েছেন সিঁদুর। সর্বভারতীয় সংবাদ সংস্থায় তিনি জানিয়েছেন, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এ গর্বিত। এটি এখন আর কেবল শব্দ দ্বয় নয়, আবেগ। আর ঠিক সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজের সন্তানের নাম ‘সিঁদুর’ রাখার।
মদন গুপ্ত নাতনির নাম রেখেছন ‘সিঁদুর’। তাঁর মতে এই নামের মাধ্যমে কেবল ‘অপারেশন সিঁদুর’কে মনে রাখা নয়, বিশেষ দিনটিকে উদযাপন করবেন তাঁরা প্রতিদিন।
মেয়ের নাম ‘সিঁদুর’ রেখেছেন কুশিনগরের প্রিয়াঙ্কা। বলছেন, মেয়ে যখন বড় হবে, বুঝতে পারবে তার নামের প্রকৃত কারণ। নিজেকে দেশের একজন কর্তব্যপরায়ণ হিসেবে জীবনভর মনে করবে সে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন