অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় বোয়ালিয়া ইউনিট রাজশাহীর আয়োজন যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতের আওতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, রাজশাহী সিটি কর্পোরেশনের জোন-৭ (ওয়ার্ড নম্বর-১৯, ২০, ২১) কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোয়ালিয়া ইউনিট মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. সঈদ আলী রেজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ