অবরোধের বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু

আপডেট: নভেম্বর ২২, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ


রাবি প্রতিনিধি:


বিএনপি ও সমমনা দলগুলো ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বিএনপি জামায়াতের দেয়া অবরোধের বিরুদ্ধে আমরা ক্যাম্পাসে অবস্থান করছি। আমরা এ অবরোধ মানি না। ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা যথানিয়মে চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ