রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের শেষ দিনে ব্যাপক কর্মচাঞ্চল্যতা দেখা গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাভাবিক ছিল নগরীর সবকিছু। অবরোধ সমর্থনে বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল বের হয়। তা ছাত্রলীগের বাধার মুখে পড়ে। সেখানে ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার নগরীতে যান চলাচল ছিল স্বাভাবিক। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। এবারও বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। অন্যদিনের তুলনায় এদিন ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা বেশি দেখা গেছে। একই সাথে মোড়ে মোড়ে দেখা গেছে সাধারণ মানুষের আনাগোনা। অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতে সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিপুল পরিমানের পুলিশের উপস্থিতি।
সরেজমিনে নগরীর সাহেববাজার, সিঅ্যান্ডবি, লক্ষ¥ীপুর, বর্ণালী, রেলগেট, স্টেশন, শালবাগান, ভদ্রা ও তালাইমারী মোড় ঘুরে যান চলাচলের চিত্র দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা গেছে। নগরীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। সকাল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও বিকেল থেকে চলতে শুরু করে। সকাল থেকে নগরীর রেলগেট ও ভদ্রা থেকে আন্তজেলা বাস চলেছে।
এদিকে নগরীর রেলগেট ও শহীদ কামারুজ্জামান চত্বরে রাস্তার চারপাশেই অন্যান্য দিনের মতো গাড়ির চাপ। সেখানে ব্যাটারিচালিক অটোরিকশা, রিকশা, বাস, ্িসএনজি, হিউম্যান হলার ও ট্রাক চলতে দেখা গেছে।