অবরোধ দিয়ে গরীবকে মেরে ক্ষমতায় যেতে চায় বিএনপি-জামায়াত: বাদশা

আপডেট: নভেম্বর ১৩, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ

অবরোধ দিয়ে গরীবকে মেরে ক্ষমতায় যেতে চায় বিএনপি-জামায়াত: বাদশা
নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ-সম্পাদক ও রাজশাহী-সদর-আসনের-সংসদ-সদস্য ফজলে-হোসেন-বাদশা জানান, বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে মেরে ফেলার জন্য বিএনপি অবরোধ কর্মসূচি পালন করে। তারা আবার ক্ষমতায় যেতে চায়।তারা যদি মেহনতী মানুষের কথা না ভাবে তাহলে বিএনপি-জামায়াত কিসের রাজনৈতিক দল। বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়ে উঠেছে।

বিএনপির-জামায়াতের লাগাতার অবরোধের বিরুদ্ধে জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার উদ্যোগে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির এই নেতা।

ফজলে হোসেন বাদশা বলেন, খেটে খাওয়া মানুষদেরকে ঘরবন্দী করে তারা ক্ষমতায় যেতে চায়। বিএনপি -জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তারা এর আগে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। সাধারণ মানুষ জোটবদ্ধ ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে। ২০০৩ সালে আমরা যেমন ভাবে বাংলা ভাইকে রাজশাহী ছাড়া করেছিলাম এই অবরোধ দিয়ে জনগণকে অতিষ্ঠ করলে বিএনপি-জামায়াতকেও আমরা রাজশাহী ছাড়া করবো।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুর রহমান খান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সম্পাদকমণ্ডলী সদস্য আবদুল মতিন, মনির উদ্দিন পান্না, জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী লালু, চিনিকলের নির্বাচিত কোষাধ্যক্ষ হাবিবুর রহমান ছানা, পাটকল শ্রমিক ফেডারেশনের নেতা আলাল, কৃষি ফার্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বোয়ালিয়া পশ্চিমের সাধারণ সম্পাদক শাহিন শেখ, বাংলাদেশ ছাত্রমৈত্রী মহানগরের সহ-সভাপতি অমিত সরকার।

শান্তি সমাবেশে সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু।

এ বিভাগের অন্যান্য সংবাদ