বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
দৈনিক সোনার দেশ’এ সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আলোচিত সেকেন্ড অফিসার মহিউদ্দিন শেখকে অবশেষে রাজশাহীতে বদলি করা হয়েছে। পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হোসেন গত রোববার বিকেলে তাকে বদলি করেন। এদিকে মহিউদ্দিন শেখের বেপরোয়া আচরণ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
গত রোববার দৈনিক সোনার দেশ’র শেষ পৃষ্ঠায় প্রধান শিরোনামে ‘পুলিশ কর্মকর্তা মহিউদ্দিনের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ’ একটি সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ওই সংবাদ প্রকাশের পর ওইদিন বিকেলেই পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হোসেনের নির্দেশে এসআই মহিউদ্দিনকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) বদলি করা হয়। আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই সদর থানার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে বদলিকৃত স্থানে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় এসআই মহিউদ্দিনের ক্ষমতার অপব্যবহার, চেইন অব কমান্ড ভঙ্গ ও বেপরোয়া আচরণ নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম গতকাল সোমবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে এসআই মহিউদ্দিকে রাজশাহীতে বদলির কথা স্বীকার করেছেন। তবে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
উল্লেখ্য, এর আগেও রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশে দায়িত্ব পালনরত অবস্থায় এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে ব্যাপক গ্রেফতার বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে। এক কৃষি কর্মকর্তাকে থানায় আটকে রেখে নগদ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেয়ার অভিযোগে রাজশাহীতে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও চলমান রয়েছে।