অবশেষে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের চেয়ারে বসলেন নজরুল

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ অফিস


বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নজরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার বিকেলে ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মাটন, কাউন্সিলর মোসলেমা খাতুন মসি, আব্দুল বারেক, জাহাঙ্গীর কবীর, পৌসভার সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা আহসান হাবিবসহ অন্যরা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সামিউল হক লিটনকে এক হাজার ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন জামায়াত নেতা নজরুল ইসলাম। কিন্তু বিস্ফোরক ও নাশকতার একাধিক মামলায় পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে দু’দফা বরখাস্ত করে। পরে উচ্চ আদালতের নির্দেশে গত ৯ জানুয়ারি তাকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রেক্ষিতেই সোমবার তিনি মেয়রের দায়িত্বভার গ্রহণ করলেন।