অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণকারী রুস্তম গ্রেফতার

আপডেট: জুন ১, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ


তানোর প্রতিনিধি :


রাজশাহীর তানোরে ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা রুস্তমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাজশাহী রেল স্টেশনের পাশে থেকে শনিবার রাত ৩০ মিনিটে রুস্তমকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন তানোর থানার ওসি। আদালতের মাধ্যমে যুবলীগ নেতাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও’র ক্যাপশনে দাবি করা হয় কামাগাঁ ইউনিয়নের হরিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি রুস্তম আলী ওই শিশুকে ধর্ষণ করছেন।
ভিডিওতে দেখা যায়, ধর্ষণকারী জঙ্গলে আবৃত একটি পুকুরপাড়ে শিশুটিকে ধর্ষণ করছেন। আর পাশে থেকেই আরেকজন মুঠোফোনে ভিডিও ধারণ করছে।

অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম রুস্তম আলী (৪০)। সে তানোর উপজেলার কামাগাঁ ইউনিয়নের হরিপুর এলাকার বাসিন্দা আরকেত উল্লাহ’র ছেলে৷ এ ঘটনায় তানোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রুস্তম আলীর বড় ভাই মোস্তফা বলেন, আমার ছোট ভাই বিবাহিত। তার সন্তান আছে। কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছে। সে এটা করতে পারে না। সে যুবলীগের সভাপতি হওয়ায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে৷

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, বিষয়টি জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করে নি। লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ