অবশেষে মেরামত হলো ভেঙ্গে যাওয়া ড্রেনের স্লাব

আপডেট: নভেম্বর ১৩, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


অবশেষে নওগাঁর রাণীনগরের ব্যস্ততম বিএনপির মোড়ের সংযোগস্থলের ভেঙ্গে যাওয়া ড্রেনের স্লাব মোরামত করা হয়েছে। পূর্বে স্লাব ভেঙ্গে থাকা অবস্থায় জনগুরুত্বপূর্ণ ওই পথ দিয়ে চলাচলের সময় দিনে কিংবা রাতে অজান্তেই ওই স্থানে পড়ে ঘটতো নানা দুর্ঘটনা।

অবশেষে নতুন করে স্লাব দিয়ে মেরামত করায় ওই পথ দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। একটু বিলম্ব হলেও ভাঙ্গা স্থানটি মেরামত করায় স্থানীয় ও চলাচলকারী পথচারীরা উপজেলা প্রকৌশলী বিভাগকে সাধুবাদ জানিয়েছে।

স্থানীয় দোকানী মন্টু সেপাই বলেন মোড়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। প্রতিনিয়তই এই মোড় থেকে শত শত মানুষ উপজেলার বিভিন্ন স্থানে চলাচল করে। কিন্তু সংযোগ সড়কের ড্রেনের উপর থাকা দুটি স্লাব ভেঙ্গে যাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো সড়কটি। অনেকেই ওই ভাঙ্গা স্থানে পড়ে আহত হয়েছেন।

এরপর বহুবার বিষয়টি উপজেলা প্রকৌশলী বিভাগকে জানানোর পর সম্প্রতি নতুন স্লাব দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা স্থানটি মেরামত করা হয়েছে। বর্তমানে ওই সড়ক দিয়ে পথচারীসহ সকল শ্রেণির যানবাহন ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারছে।

উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন চলতি বছরের শুরুর দিকে বিএনপি মোড় এবং খাদ্য গুদামের সংযোগ সড়ক নির্মাণ করা হয়। সেই সময় বিএনপির মোড়ের সংযোগস্থলের ড্রেনের উপর নির্মাণ করা স্লাবের দুটি নষ্ট হয়ে যায়। এতে করে ব্যস্ততম জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলের সময় মনের অজান্তেই ওই ভেঙ্গে যাওয়া অংশে ঘটতো দুর্ঘটনা।

ওই সড়ক নির্মাণকারী ঠিকাদার কাজ শেষে চলে যাওয়ার কারণে দ্রুতই ভাঙ্গা স্থানটি মেরামত করা সম্ভবপর হয়নি। এছাড়া প্রতিনিয়তই পথচারী ও স্থানীয়দের ঝুঁকিপূর্ণ চলাচলের কথা ভেবে উপজেলা প্রকৌশলী বিভাগের নিজ উদ্যোগে একটু দেরি হলেও নতুন করে দুটি স্লাব নির্মাণ করে ওই ভেঙ্গে যাওয়া স্থানটি মেরামত করা হয়েছে। বর্তমানে চলাচলকারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।