আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
অবশেষে সরানো হচ্ছে নওগাঁ শহরের ‘গলার কাঁটা’ ঢাকা বাসস্ট্যান্ড। ইতোমধ্যেই নওগাঁর বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা সরকারি ১০বিঘা জমি পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসনÑ এমন তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন (উপসচিব)। এমন যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুতই বাস্তবায়নের দাবি জানিয়েছে জেলার সর্বস্তরের জনগণ।
জেলা যুবদল নেতা বায়েজিদ হোসেন পলাশ জানান, নওগাঁ শহরের প্রধান গলার কাঁটা হচ্ছে প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অপরিকল্পিত ঢাকা বাসস্ট্যান্ড। নওগাঁ শহরে প্রবেশের প্রধান সরু সড়কের দুই পাশে বাস রাখার কারণে প্রতিদিনই যানজটে পড়তে হয় শহরবাসীসহ চলাচলকারী পথচারীদের। বর্তমানে যানজটের নাকালে অতিষ্ঠ নওগাঁবাসী। ইদের সময় এই যানজট তীব্র আকার ধারণ করে।
যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। বিগত সময়ে রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের স্বার্থের কারণে কখনো এমন জটিল সমস্যা সমাধানের কথা ভাবেননি। কিন্তু এখন সময় এসেছে একটি যানজটমুক্ত পরিচ্ছন্ন নওগাঁ শহর বিনির্মাণ করার। এই উগ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনকে নওগাঁর সকল মহলের মানুষ সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে।
নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন জানান, নওগাঁর কেন্দ্রীয় বাস টাির্মনাল অবস্থিত শহরের বালুডাঙ্গায়। যেখান থেকে আন্তঃজেলার সব বাস চলাচল করে। কিন্তু শুধুমাত্র ঢাকা ও বগুড়াগামী বাসস্ট্যান্ড পড়ে আছে শহরের প্রবেশদ্বারে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বাসস্ট্যান্ডের কারণে প্রতিনিয়তই যানজটের কবলে পড়তে হচ্ছে পথচারীদের।
এই বাসস্ট্যান্ডের কারণে শহরের তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড অফিস পর্যন্ত প্রায়শ যানজট লেগেই থাকে। এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস অফিস, পানি উন্নয়ন বোর্ডসহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রধান অফিসগুলো অবস্থিত। যার ফলে জরুরি প্রয়োজনে শহরের মধ্যে প্রবেশের সময় যানজটের কারণে ব্যাহত হয়ে আসছে নানা কর্মকাণ্ড।
তিনি আরো জানান, প্রতিদিনই যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। অথচ কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্ধারিত জায়গা থাকলেও বছরের পর বছর ধরে সেখানে না গিয়ে শহরে যানজটের সৃষ্টি করে আসছে ঢাকা বাসস্ট্যান্ড। বর্তমান জেলা প্রশাসক স্যার জেলায় যোগদানের পর থেকেই শহরের গলার কাঁটা যানজটের প্রধান কারণ এই বাসস্ট্যান্ড তার নিজস্ব জায়গায় স্থানান্তরের উগ্যোগ গ্রহণ করেন।
সেই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই ডিসি স্যার বালুডাঙ্গা বাস টার্মিনালে থাকা ১০বিঘা জমি পৌরসভার কাছে হস্তান্তর করেছেন। জমির পাওয়ার পর প্রাথমিক কাজ ইতোমধ্যেই শুরু করা হয়েছে। নওগাঁবাসীর সার্বিক সহযোগিতা পেলে দ্রুতই আমরা ঢাকা বাসস্ট্যান্ডকে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানান্তর করতে সক্ষম হবো।
আর এমন উদ্যোগ বাস্তবায়ন হলে অনেকটাই যানজটমুক্ত হবে নওগাঁ শহর। ধীরে ধীরে নওগাঁ শহরকে দুর্ভোগ আর দুর্দশার নয়- একটি নিরাপদ, বাসযোগ্য আধুনিক ও পরিচ্ছন্ন মডেল শহর হিসেবে বিনির্মাণ করতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসন বদ্ধপরিকর।