অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক:


অবিলম্বে ক্লাস শুরু করা ও উপাচার্য নিয়োগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদী ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করতে দেখা যায় শিক্ষার্থীদের। সমাবেশে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



সমাবেশে শিক্ষকদের উদ্দেশ্যে সংগীত বিভাগের শিক্ষার্থী অর্পণা বলেন, আপনারা যে বেতন পান সে বেতনের টাকাও আমাদের ট্যাক্সের টাকা। আমরা যদি বিশ্ববিদ্যালয়ে না থাকি, তাহলে আপনাদের কোনো অস্তিত্ব থাকার কথা না। প্রশাসনিক যত কার্যক্রম চলে সবকিছু আমাদের জন্য। সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকে আমাদের যে আন্দোলন সেটা শিক্ষকদেরও আন্দোলন। তাদের কাজে আমাদের পড়াশোনা করানো। তাহলে তারা কেন ভয় পাচ্ছে।

তাদের উচিত আমাদের সাথে একযোগ হয়ে পথে নামা এবং কথা বলা। তাই আজকে আমাদের দাবি হলো সকল বিশ্ববিদ্যালয়ে যেন দ্রুত অ্যাকাডেমিক কার্যকলাপ শুরু হয় এবং ভিসি নিয়োগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি সকল শিক্ষকরা আমাদের অভিভাবক।

তারা আমাদের পাশে থাকবেন, এটাই তো স্বাভাবিক। শিক্ষার্থীবান্ধব একটা বিশ্ববিদ্যালয়ের গড়ে তুলতে হলে আমাদের যেমন তাদের পাশে থাকতে হবে, তেমনি তাদেরও আমাদের পাশে থাকতে হবে। আপনারা জানেন আমরা যখন থেকে ক্যাম্পাসে এসেছি, তখন থেকে কোন রাজনৈতিক পরিস্থিতির তৈরি হতে আমরা দেখিনি। কোন জায়গায় কোন ধরনের ছিনতাই বা অনৈতিকভাবে মারামারি আমরা দেখিনি এবং আশা করছি ভবিষ্যতেও এ ধরনের কোন কিছু হবে না। আপনারা যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করতে পারেন, তাহলে আপনারা কেন ক্লাস নিতে পারবেন না? তাই আপনাদের কোন যুক্তি এখন পর্যন্ত সঠিক বলে আমরা মনে করছি না।