অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ, ত্রিপুরায় আটক ১১ বাংলাদেশি

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


রেল স্টেশনে আরপিএফ ও জিআরপি এফের যৌথ অভিযানে ১১ জন বাংলাদেশি সহ ৩ জন ভারতীয় টাউট আটক। উল্লেখ্য জাতিগত সংঘর্ষ চলছে ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খাগড়াছড়ি জেলা সহ তিন পাহাড়ি জেলায়।

আর তখনই শনিবার সন্ধ্যায় আগরতলার বাধারঘাট প্রধান রেলস্টেশন খাগড়াছড়ি জেলার ১১জন বাংলাদেশি ধরা পরল রেল পুলিশের হাতে। তাদের সঙ্গে ৩জন ভারতীয় টাউটকে আটক করল রেল পুলিশ।

পুলিশের হাতে আটক বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ এবং চারজন নারী রয়েছে। তারা বাংলাদেশের খাগড়াছড়ি ও নড়াইল জেলার। আটক বাংলাদেশিরা হলেন মহম্মদ রুবেল, কামরুল হোসেন, মহম্মদ সায়েম, কাশেম, মহম্মদ আইয়ুব আলি, সোহাগ মিয়া, মহম্মদ কামাল উদ্দিন, মানোয়ারা বেগম, স্বপ্না খাতুন, জ্বলি বেগম, প্রবীণ বেগম।

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, তারা সবাই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। তারা রেলের মাধ্যমে বহি: রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাদের সঙ্গে তিনজন ভারতীয় টাউটকে আটক করেছে।

তাদের মধ্যে একজন আসামের প্রসেনজিৎ সরকার, তার বাড়ি শিলচরে। বাকি দুজন নিয়ামত হোসেন ও পিন্টু মিয়া ত্রিপুরা রাজ্যের। তারা তিনজন অবৈধ উপায়ে বাংলাদেশিদের ত্রিপুরাতে প্রবেশ করতে সাহায্য করেছে।

ওসি জানিয়েছেন, আটক ১১ জন বাংলাদেশির বিরুদ্ধে বিনা পাসপোর্ট আইনে এবং ভারতীয় টাউটদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামিকাল তাদেরকে আদালতে পেশ করা হবে। এবং তাদের বিরুদ্ধে আদালতের কাছে রিমান্ডের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ