অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনের জরিমানা

আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১২:৩৪ অপরাহ্ণ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড, আরেকজনের জরিমানা

পাবনা প্রতিনিধি:


পাবনায় পদ্মা নদী এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড ও আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চর রানীনগর এলাকায় এই অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।

কারাদণ্ড প্রাপ্ত মো. রিয়াজ প্রামাণিক (৪৬) দোগাছী ইউনিয়নের মনিপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং বালুবাহী ড্রাম ট্রাকের চালক। আর ট্রাকটির মালিক পাবনা পৌর এলাকার রামচন্দ্রপুরের আব্দুল করিমের ছেলে আব্দুল আওয়াল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এসি ল্যান্ড রফিকুল ইসলাম জানান, পদ্মা নদী ও এর তীর এলাকার সরকারি জায়গায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে আসছি। আজকেও অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই।

আমাদের খবর পেয়ে আগেই সেখান থেকে সটকে পড়েন চক্রটি। কিন্তু আমরা সেখানে বালুভর্তি একটি ড্রাম টাক জব্দ করি। এ সময় ড্রাম ট্রাকের চালককে এক মাসের কারাদণ্ড এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে সাজাপ্রাপ্ত ট্রাকচালককে জেল হজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ