রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে টেলিভিশন অভিনেতা এ আর মন্টু গ্রেপ্তার হয়েছেন।
রোববার রাতে রাজধানীর উত্তরার একটি শপিংমলের সামনে থেকে উত্তরা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ আর মন্টু শিল্পাঞ্চলে অসন্তোষ চলাকালীন আশুলিয়া থানায় পুলিশের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহবুবর রহমান সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ আর মন্টু স্থানীয় ঝুট ব্যবসায়ীদের একটি চক্রকে নিয়ন্ত্রণ করে থাকেন। হঠাৎ করে আশুলিয়া শিল্পাঞ্চলে অসন্তোষ ছড়িয়ে পড়ার কারণ তদন্ত করতে গিয়ে মন্টুর বিরুদ্ধে উসকানি দেয়ার প্রমাণ পাওয়া গেছে। সেই সূত্র ধরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এ আর মন্টু। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ আর মন্টুর বাড়ি আশুলিয়ার গাজীরচট এলাকায়। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তার এবং সংঘর্ষের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
উল্লেখ্য, আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনে অংশগ্রহণ এবং উসকানি দেয়ার অভিযোগে এ পর্যন্ত মোট নয়টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় সাধারণ শ্রমিক, শ্রমিক নেতা, রাজনীতিবিদ এবং সাংবাদিককেও আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।- রাইজিংবিডি