অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


গভীর রাতে বলিউডের অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন এই অভিনেতা। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। তার স্ত্রী বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বুধবার মধ্যরাতে তার বাসভবনে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। রাত তিনটার দিকে একজন অপরিচিত ব্যক্তি তার বাসভবনে প্রবেশ করেন। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন।

দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইফ আলী খানকে ভারতীয় সময় রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। যার মধ্যে একটি আঘাত তার মেরুদণ্ডের খুব কাছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে এবং তার কাজের লোকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে সাইফ ঘটনাস্থলে এসে ঐ ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি সাইফ আলী খানকে আক্রমণ করে। একপর্যায়ে একটি তীক্ষ্ণ বস্তু দিয়ে তাকে আঘাত করে। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে বলে জানা গেছে।- ঢাকা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version