অভিনয়ে ফিরলেন ফারিয়া

আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ১১:২০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অভিনয়কে বিদায় জানানোর একবছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। অভিনয় ছেড়ে গত বছরের শুরুর দিকে দুই বছরের জন্য মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়তে মালয়েশিয়া যান লাক্স সুন্দরী থেকে অভিনয়ে আসা ফারিয়া। ডিসেম্বরে ছুটিতে বাংলাদেশে ফিরেই ইফফাত জাহানের গল্প ভাবনা ও জীবন শাহাদাতের পরিচালনায় ‘বাকরখানি’ নাটকে  অভিনয় করেন এ অভিনেত্রী। নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

`বাকরখানি’ নাটকে ফারিয়া-সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ। ফিডব্যাক মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মেহেদী হাসান বাবু।

নাটকে ফারিয়া একজন প্রবাসী বাংলাদেশি। যিনি বাংলাদেশে আসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির উপর একটি তথ্যচিত্র বানানোর জন্য। কাজ করতে গিয়ে চারুকলার ছাত্র ইরফান সাজ্জাদের সঙ্গে পরিচয়। নানা ঘটনায় গল্প এগিয়ে যায়। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

-প্রতিদিনের সংবাদ

এ বিভাগের অন্যান্য সংবাদ