সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় বিভিন্ন ধরনের যানবাহন অযতেœ অবহেলায় নষ্ট হচ্ছে। চারঘাট উপজেলায় ডাকাতি, চুরি, মাদক পাচারসহ সড়ক দুর্ঘটনায় আটককৃত মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও ট্রাক খোলা আকাশের নীচে পড়ে আছে। থানায় বিভিন্ন মামলায় আটককৃত যানবাহনগুলো সুরক্ষিত রাখার কোন নির্দিষ্ট গ্যারাজ না থাকায় কোটি টাকা মূল্যের যানবাহনগুলো বিকল হওয়ার কারণে লাখ লাখ টাকা শুল্ক থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, প্রত্যেক দফতরের বাধ্য বাধকতা রয়েছে। পুলিশের দায়িত্ব দোষীদের আটক করে আদালতে পেশ করা। বিজ্ঞ আদালতের রায়ে সংশ্লিষ্টদের বিচার করা হয়। একইভাবে আটককৃত যানবাহনগুলোর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ থাকে। এ কারণে যানবাহনগুলোর বিষয়ে পুলিশের কিছু করার থাকে না।
মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানায়, চারঘাট মডেল থানায় আটককৃত যানবাহনগুলোর মধ্যে ৩৮টি মোটরসাইকেল, তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও দুইটি ট্রাক রয়েছে। এগুলোর অনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
যানবাহনগুলো নষ্ট হওয়ার বিষয়ে থানার ওসি বলেন, থানায় আটককৃত যানবাহনগুলো যত্রতত্র পড়ে আছে এমনটি নয়। কিন্তু মামলা দীর্ঘসময় চলার কারণে লাখ লাখ টাকার মূল্যের যানবাহনগুলো মরিচা পড়ে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে যা মূল্যহীন। তবে সরকারিভাবে দ্রুত ব্যবস্থা নিলে সরকারি কোষাগারে লাখ লাখ টাকা জমা হওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।