অর্থনীতির ভিত্তি তৈরিতে টাস্কফোর্স গঠন করলো সরকার

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি তৈরিতে টাস্কফোর্স গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। ১২ সদস্য বিশিষ্ট টাস্কফোর্সের প্রধান করা হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক সভাপতি ড. কে এ এস মুর্শিদ।

পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনৈতিক বিভাগ) এই টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের সমন্বয় শাখার যুগ্মসচিব শেফালী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ টাস্কফোর্স গঠন করা হয়।

বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের (রি-স্ট্র্যাটেজাইসিং দ্য ইকোনমি অ্যান্ড মোবাইলাইজিং রিসোর্স ফর ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট) প্রতিবেদন প্রণয়ন এবং একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি তৈরির লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

টাস্কফোর্স গঠন বিষয়ক অফিসে আদেশে আগামী তিন মাসের মধ্যে টাস্কফোর্স একটি প্রাথমিক পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কথা বলা হয়।
টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান ড. আবদুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।

সদস্য হিসেবে আরও রয়েছেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিসিআই) সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মঞ্জুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিডি জবস ডটকম লিমিটেডের সিইও এ কে এম ফাহিম মাশরুর ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ।- বাংলাট্রিবিউন

Exit mobile version