শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম নেতৃত্বে ব্যাংকের উর্ধতন নির্বাহীদের এক সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
¬¬¬¬¬¬সভায় ব্যাংকের চেয়ারম্যান বর্তমান কৃষিবান্ধব সরকারের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে রাকাবের ভুমিকা ও গুরুত্ব তুলে ধরেন এবং অর্থমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন। অর্থমন্ত্রী গত অর্থ বছরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উল্লেখযোগ্য মুনাফা অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সাথে তিনি সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। আমানত সংগ্রহ কার্যক্রম জোরদারকরণ, খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের তহবিল ভিত্তি মজবুত করণসহ শীর্ষ ঋণ খেলাপীদের ঋণ আদায়ে আইনগত পদক্ষেপ জোরদারকরণের জন্য তিনি ব্যাংক ব্যবস্থাপনাকে পরামর্শ প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত সচিব ফজলুল হক, রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক জগন্নাথ ঘোষ উপস্থিত ছিলেন।